দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।
এসময় মির্জা ফখরুল ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহি না থাকায় যেকোনো কিছুর মূল্যবৃদ্ধিতে সায় দিচ্ছে সরকার।এসময় তিনি আরো বলেন, সরকার কথা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, এখন চাল খাওয়াচ্ছে ৭০ টাকায়। এক সপ্তাহে সোয়াবিন তেলের দাম বেড়েছে ৬০ টাকা।
দ্রব্যমূল্য এত বেড়েছে, মানুষ দিশেহারা। তারা কি খাবে? সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। তারা খেতে পারলেই হলো। শুধু আওয়ামী লীগ খাবে, শরীর মোটা করবে, আর দুর্নীতির টাকা বিদেশে পাচার করে সেখানে বাড়িঘর করবে বলেও অভিযোগ করেন তিনি।তিনি বলেন, ‘মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। তারা তাদের ভোটের অধিকার চায়। খালেদা জিয়ার মুক্তি চায়। ৩৫ লাখ মানুষের মামলা প্রত্যাহার চায়।
বিএনপি মহাসচিব বলেন, পরিষ্কার করে বলে দিতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। মামলা প্রত্যাহার করতে হবে।সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, দয়া করে মানুষের ওপর অত্যাচার নির্যাতন বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে দায়িত্ব দিন। যারা একটি নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
উপস্থিত জনতার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমার সঙ্গে সবাই স্লোগান দেন, চাল, ডাল, তেলের দাম কমাতে হবে, কমাতে হবে। এসময় সহস্রাধিক নেতাকর্মী মির্জা ফখরুলের সঙ্গে স্লোগান দেন।এ অবস্থায় সরকার উদ্যোগ না নিলে মানুষের কষ্ট দূর হবে না। পরে সাম্প্রদায়িক হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট














