সিঁড়ি ব্যবহারে অনীহা ও প্রতিবন্ধীদের জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে লিফটসহ (চলন্ত সিঁড়ি) সাতটি ফুটওভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রাজধানীর চাঁনখারপুল, নয়াবাজারের সিরাজদ্দৌলা পার্ক ও নয়াবাজার মার্কেটের মধ্যবর্তী সড়ক, শাঁখারী বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন ত্রিমুখী সড়ক, কুতুবখালীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে, ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা-কাজলা সংলগ্ন সড়ক, মৎস্য ভবন মোড় এবং মগবাজার হলি ফ্যামিলি হাসপাতাল এলাকা।
সূত্র জানায়, তিনটির নকশা তৈরি করা হলেও তা চূড়ান্ত হয়নি। সাধারণ সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজে পথচারীদের অনীহার কারণেই নতুন ফুটওভার ব্রিজে লিফট যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চানখাঁরপুল (২২ মিটার) ও নয়াবাজার (২৬ মিটার) ফুটওভার ব্রিজে দুটি সিঁড়ি ও দুটি লিফট, ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন ত্রিমুখী সড়কের (৪২ মিটার) ব্রিজে ২টি সিঁড়ি ও ৩টি লিফট, কুতুবখালীর ব্রিজে (৬০ মিটার) ৪টি সিঁড়ি ও ২টি লিফট, ডেমরা-কাজলা সংলগ্ন সড়ক ফুটওভার ব্রিজে (৬০ মিটার) ৪টি সিঁড়ি ও ৩টি লিফট,মৎস্য ভবন ইন্টারসেকশনের ব্রিজে (৬০ মিটার) ৩টি সিঁড়ি ও ৩টি লিফট এবং হলি ফ্যামিলি হাসপাতাল এলাকার ব্রিজে ২টি সিঁড়ি ও ২টি লিফট যুক্ত করা হবে। প্রকল্প সূত্রে এ তথ্য জানা গেছে।
ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্স নিউজ