রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কোভিড পরবর্তী কিডনি, লিভার ও আথ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।হাসপাতালের পরিচালক আরিফ মাহমুদ জানান, খালেদা জিয়াকে হাসপাতালে রেখেই চিকিৎসার দেয়া হচ্ছে। এর আগে বিকেল চারটার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। খালেদা জিয়াকে বহনকারী গাড়িটিতে ছিলেন তার গৃহকর্মী ফাতেমা ও পরিবারের সদস্যরা।
সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন।বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডামকে হাসপাতালে নেয়ার আগে তার সঙ্গে দেখা করে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।বেশ কিছুদিন যাবত নানা ধরনের সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। সে জন্য তার চিকিৎসকরা এভারকেয়ার হাসপাতালে নেবেন তাকে সকালে জাতীয়তাবাদী কৃষক দলের এক প্রতিনিধি সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
গত ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার পর ২৭ এপ্রিল করোনা পরবর্তী জটিলতায় তাকে এই হাসপাতালেই চিকিৎসা দেয়া হয়। তখন প্রায় দুই মাস হাসপাতালে থাকার পর বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














