ট্রাই নেশন্স ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায়।প্রথম ম্যাচে হেরে শিরোপা দৌড় থেকে অনেকটাই পিছিয়ে জেমি ডে এর ছেলেরা। টুর্নামেন্টের ফাইনাল খেলতে হলে বড় ব্যবধানের জয় চাই বাংলাদেশের ।
তিন জাতির টুর্নামেন্ট একটি করে ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ে এগিয়ে প্যালেস্টাইন ও কিরগিজস্তান। প্যালেস্টাইন হেরেছে স্বাগতিকদের কাছে, জিতেছে বাংলাদেশের বিপক্ষে। জামাল ভুইয়াদের শেষ ম্যাচ কিরগিজদের বিপক্ষে জিততে না পারলে মিশণ শেষ, শেষ বাশির সাথেই।
প্রথম ম্যাচে হারার পর ফাইনালে যেতে হলে শেষ ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। যদিও ফ্রন্ট, মিডল ও ব্যাক লাইন কিংবা গোল কিপিংও প্রত্যাশা মত হচ্ছেনা বাংলাদেশের। ফিফা রেংঙ্কিংয়ে ১০১ এর কিরগিজেদর বিপক্ষে ১৮৮ এর বাংলাদেশ। ৮৭ দুরত্বের রেংঙ্কিংয়ের দলের মিডফিল্ডারদের ড্রিবলিংয়ে পেছেনে ফেলে এগিয়ে যোত হবে জামাল, সাদ উদ্দিন, মতিন মিয়াদের।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























