হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ।রবিবার রাত সাড়ে ১১টায় দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৩১শে জুলাই থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ৮৫ বছর বয়সী বুদ্ধদেব।
চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই সাহিত্যিক। করোনার কারণে শ্বাসকষ্টের পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া তার লিভার এবং কিডনিতেও সমস্যা ছিল।
৩৩ দিন করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হন তিনি। তার প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গল মহল’। পাঠকদের তিনি উপহার দিয়েছেন ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’ ও ‘বাবলি’’র মতো উপন্যাস।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ