ভারত-চীনের পর এবার রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এজন্য দেশটির সঙ্গে মন্ত্রণালয় ও খাতভিত্তিক জাতীয় কমিটিও গঠন করা হচ্ছে। এছাড়া, রাশিয়া থেকে টিকা কেনা প্রশ্নে এখন মস্কোর জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
আগামী বছরের ২৫ জানুয়ারি রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সর্ম্পকের ৫০ বছর পূর্তি। মুক্তিযুদ্ধের সময়ও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল রাশিয়া বা তখনকার সোভিয়েত ইউনিয়ন। অনেক চড়াই-উতরাই দুদেশের সর্ম্পক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রসহ বিদ্যুৎ, বাণিজ্য, শিল্প খাতে রাশিয়া তার বিনিয়োগ অব্যাহত রেখেছে। আইসিটি, ওষুধ শিল্প ও সামরিক খাতেও বিনিয়োগে আগ্রহী দেশটি।
করোনা পরিস্থিতি মোকাবিলায়ও মস্কোর সহযোগিতা চেয়েছে ঢাকা। রাশিয়া থেকে এক কোটি টিকা কেনা ও যৌথ উৎপাদনের প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মস্কোকে পাশে থাকার আহ্বান জানিয়েছে ঢাকা।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














