জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেট ম্যাচ জিতলো বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্টে বাংলাদেশ ২২০ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। জয়ের জন্য পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের প্রয়োজন ছিলো ৩৩৭ রান। আর বাংলাদেশের দরকার ছিলো ৭ উইকেট। তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয় ২৫৬ রানে। এই নিয়ে টেস্টে জিম্বাবুয়েকে অস্টমবারের মতো হারালো বাংলাদেশ। আর ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮’বছর পর জিম্বাবুয়ে মিশনে গিয়ে বাংলাদেশের শুরুটা উজ্জল ছিলো। চতুর্থ দিন জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে স্বাগতিক জিম্বাবুয়েকে ৪৭৭ রানের টার্গেট দেয়ার পরই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো হারারে টেস্টে জিততে যাচ্ছে বাংলাদেশ। কেননা টেস্টে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই জিম্বাবুইয়ানদের। চতুর্থ দিনই স্বাগতিকদের ৩ উইকেট তুলে নেয় সফরকারী দলের বোলাররা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৪০ রানে পঞ্চম দিন শুরু করে জিম্বাবুয়ে। পঞ্চম দিন খেলা শুরুর আগে দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত জানান সতীর্থদের। তাই রিয়াদের জন্য হলেও ভালো একটা কিছু করার তাড়না ছিলো বাংলার এই ১১ দামাল ছেলের।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন মাহমুদউল্লাহ ও তাসকিন। তাই রিয়াদের বিদায়ী টেস্টে দুর্দান্ত বোলিংও করলেন এই পেসার। মিরাজের স্পিন আর তাসকিনের গতিতে স্বাগতিক ব্যাটসম্যানরা দিশেহারা হলে পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে পড়ে। টিরিপানো হাফ সেঞ্চুরি করে বাংলাদেশের জয় কিছুটা বিলম্বিত করেন। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে অলআউট হয় ২৫৬ রানে।

স্পোর্টস নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে