জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলো গত কয়েক সপ্তাহ পরিযায়ী পাখি শূন্য থাকলেও এ সপ্তাহে বদলেছে পরিস্থিতি। পাখির পরিচিত কলকাকলিতে মুখর ক্যাম্পাস। পাখিদের উপযুক্ত পরিবেশ সৃষ্টির দাবি করেছেন শিক্ষার্থী ও পাখিপ্রেমিরা।

অন্যান্য বছরের মত এবারও শীতের শুরুতে পরিযায়ী পাখির কিচিরমিচিরে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু গত কয়কে সপ্তাহে লেকগুলো হয়ে পড়ে পাখি শূন্য। মানুষের ভিড়, কোলাহল, যানবাহনের শব্দে পাখিদের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় বলে অভিযোগ স্থানীয়দের।তবে আবারও আসতে শুরু করেছে পাখি। আবার চিরচেনা রূপে ফিরছে লেকগুলো। পরিযায়ী পাখির নিরাপদ পরিবেশ নিশ্চিতের তাগিদ দিলেন পাখিপ্রেমিরা।অতিথি পাখি নিয়ে গবেষণামূলক কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী। পাখির পরিবেশ রক্ষায় দর্শনার্থী নিয়ন্ত্রণের তাগিদ তাদের।

পরিযায়ী পাখির আবাস রক্ষায় সবধরনের সহযোগিতার আশ্বাস দিলেন উপাচার্য।প্রতিবছর অক্টোবরের শেষ থেকে পরিযায়ী পাখিরা আসতে শুরু করে। আবার ফেব্রুয়ারির মাঝামাঝি ফিরে যায় নিজ বাসভূমে।

অনলাইন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে