নিজস্ব প্রতিবেদক, স্পোর্টস ডেস্ক।। বিশ্বমানের সম্প্রচার নিয়ে সাফল্যের শীর্ষে টি-স্পোর্টসের স্পোর্টস প্রডাকশন। বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল, টি-স্পোর্টস। আন্তর্জাতিক মানের সম্প্রচার নিয়ে নিজস্ব প্রোডাকশনে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব সুপার লিগ সরাসরি সম্প্রচার করেছে টি-স্পোর্টস। খুবই অল্প সময়ের প্রস্তুতিতে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল’টি সাফল্যের সঙ্গেই শেষ করল দেশের অন্যতম এই আয়োজন। দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য টেলিভিশনে টুর্নামেন্টের রোমাঞ্চকর ম্যাচগুলি সরাসরি দেখাতে সুদক্ষ কর্মী, উন্নত মানের ক্যামেরা-লেন্স, ড্রোন’সহ মোট ১৮’টি ক্যামেরা ও বিশ্বমানের সম্প্রচার প্রযুক্তি নিয়ে সাফল্যের সাথে দর্শকদের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে ওয়ালটন’র সৌজন্যে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ’।

সম্প্রচারে ক্যামেরার ব্যবহার ছিল চোখে পড়ার মত। উন্নত মানের ক্যামেরা, রিপ্লে, স্কোরিং ও গ্রাফিক্সের সমন্বয়ে পর্দায় খেলাগুলো দৃষ্টিনন্দন করে তুলেছিল টি-স্পোর্টস। উইকেটে ছিল হাই কনফিগারেশনের চারটি ক্যামেরা, এলবিডব্লিউ-রানআউট কিংবা কট বিহাইন্ডের রিপ্লে দেখানো হয়েছে খুব স্পষ্টভাবে। যাতে সিদ্ধান্ত নিতে পেরেছেন আম্পায়াররাও। বোলারের রান-আপ কিংবা ব্যাটসম্যানের শট, সবই নিখুঁত ভাবে দেখাতে সক্ষম হয়েছে স্পোর্টস প্রোডাকশন। ঘরোয়া আসর হলেও টি-স্পোর্টস সম্প্রচারে যুক্ত ছিল ড্রোনও। ড্রোনটি দিয়ে স্পাইডার ক্যামেরার কাজের পাশাপাশি মাঠের খুঁটিনাটি হতে শুরু করে ক্রিকেটার উদযাপন’সহ মুভমেন্ট দেখানো হয়েছে ওপর থেকে, যাতে টিভি পর্দায় খেলাটি আরও দৃষ্টিনন্দন করে তুলেছিল।

বিশ্বমানের সম্প্রচার নিয়ে দেশীয় আয়োজনটি ছিল টি-স্পোর্টসের। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সুপার লিগের খেলাগুলো সম্প্রচার করেছে টি- স্পোর্টস। বিদেশী কোন সংস্থা বা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়া সম্পূর্ণ দেশীয় আয়োজনে টি- স্পোর্টস সরাসরি খেলা সম্প্রচারের এই চ্যালেঞ্জে নিয়েছিল। বিডি টাইমস নিউজকে টি-স্পোর্টসের মহা-ব্যবস্থাপক তাসভীর-উল-ইসলাম জানিয়েছেন সেই আয়োজন নিয়ে পেছনের কথা।

টি-স্পোর্টসের মহা-ব্যবস্থাপক তাসভীর জানাচ্ছিলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রস্তুতি নেওয়াটা অনেক চ্যালেঞ্জিং ছিল। দর্শকদের জন্য দৃষ্টিনন্দন করে তুলতে ভিন্নমাত্রার পরিকল্পনা করতে হয়েছিল। কিন্তু, অল্প সময়ের মধ্যে করা আমাদের পরিকল্পনা অনেক ভাল কাজ করেছে, প্রোডাকশন টিমের সবার কাজের আন্তরিকতা’র দারুন সমন্বয় ঘটেছে, তবে কিছু সমস্যার সম্মুখীনও হতে হয়েছে, যেমন গতানুগতিকের বাহিরে গিয়ে কিছু ক্যামেরার ক্যাবল প্রতিস্থাপন করা, হঠাৎ করে নতুন কিছু জিনিষ কিনতে হয়েছে। এছাড়া আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম, খেলা শুরুর আগের রাত ৩টা পর্যন্ত দুবাইয়ের একটি সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রশিক্ষণ হয়। আসলে আমরা দিন রাত এক করে খেটেছি। তাই সম্ভব হয়েছে সুন্দরভাবে সম্প্রচারে’। তাসভির বলেন, ‘দর্শকদের কথা মাথায় রেখে আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুক সম্ভব করার চেষ্টা করছি। তার মধ্যে যেগুলা অভিযোগ আমরা পাচ্ছি প্রত্যেকটা খুবই যত্ন সহকারে সমাধান করে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছি।

আন্তর্জাতিক সিরিজ আয়োজনের প্রস্তুত নিয়ে টি-স্পোর্টসের মহা-ব্যবস্থাপক তাসভীর-উল-ইসলাম বিডি টাইমস নিউজকে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি চায় তাহলে তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। যদিও এটাতো মূলত বিসিবির সিদ্ধান্ত, তারা যদি আমাদের উপর আস্থা রাখে তবে আমরা নিতে প্রস্তুত। আমরা টি-স্পোর্টস আসছি চ্যালেঞ্জ নিয়ে, প্রথম স্পোর্টস চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বা বিপিএল বলেন যদি আমাদের কাছে আসে আমরা প্রস্তুত সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে। আমরা আমাদের যতটুক ভালো করা সম্ভব সেরাটা দিতে চেষ্টা করব’।

মহা-ব্যবস্থাপক তাসভীর-উল-ইসলাম বলেন, প্রথম পর্বের পর ১৯’শে জুন থেকে শুরু হয় সুপার লিগের খেলা। মাঝে হাতে ছিল মাত্র দুদিন সময়, এই অল্পসময়ের মধ্যে সম্প্রচারের জন্য প্রস্তুতি নিতে হয়েছে চ্যানেলটিকে। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করা হয়েছে বায়োবাবলের মধ্যে। ১২টি দলের ক্রিকেটার-স্টাফ ম্যাচ অফিসিয়াল হতে শুরু করে সংশ্লিষ্ট সবাই ছিলেন জৈব সুরক্ষিত বলয়ে। নানা গল্প তুলে নিয়ে আসতে টি-স্পোর্টস ক্যামেরা পার্সন-উপস্থাপককেও রেখেছিল বায়োবাবলের মধ্যে। তাসভীর জানান, ধারাভাষ্যে তারা তরুণদের অগ্রাধিকার দিচ্ছেন। মনোযোগ রাখছেন ভুল তথ্য যাতে না আসে সেইদিকে। সর্বোপরি শ্রুতিমধুর ধারাভাষ্যের মাধ্যমে দর্শকরা যাতে আরও অনুপ্রাণিত হন সেদিকেও দৃষ্টি রাখছেন। ভবিষ্যতে খেলার ওপর বিবেচনা করে বিভিন্ন ভাষাতেও ধারাভাষ্যর ব্যবস্থা করার পরিকল্পনা আছে। তিনি বলেন, ‘ডিপিএল’ লিগের স্পনসর ছিল ওয়ালটন গ্রুপ। মাঠের পিচ ম্যাট, বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি রোপ, সাইটস্ক্রিন এবং গ্যালারি জুড়ে ওয়ালটনের সুশোভিত ব্যানার-সবকিছু জুড়ে ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টে দর্শকরা যেন পুরোদুস্তর আর্ন্তজাতিক ক্রিকেটের অনুভব পেয়েছেন। দৃষ্টিনন্দন স্পোর্টস প্রডাকশন দিয়ে বিশ্বমানের সম্প্রচার শেষ করল টি-স্পোর্টস।

স্পোর্টস নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে