সৌদি আরবের আল বাহাহ্ পার্বত্য এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত হয়েছে অন্তত ৯ জন। শনিবার সন্ধ্যায় এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যন্ত এলাকা হওয়ায় নিহতদের মরদেহ উদ্ধারের সময় লাগে। পরিচয় নিশ্চিতের পরই সোমবার এ খবর নিশ্চিত করে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা ফখরুল ইসলাম। নিহতরা হলেন, কুমিল্লার সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার সালাম মিয়া ও নরসিংদীর শাহ আলম। তারা সবাই স্থানীয় একটি হাসপাতালে ক্যাটারিং সার্ভিস বিভাগে কাজ করতো বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত হয়েছে ৬ জন যাদের মধ্যে অন্তত ১ জন বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিতসার জন্য এরই মধ্যে তাদের কিং ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে