সৌদি আরবের আল বাহাহ্ পার্বত্য এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত হয়েছে অন্তত ৯ জন। শনিবার সন্ধ্যায় এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যন্ত এলাকা হওয়ায় নিহতদের মরদেহ উদ্ধারের সময় লাগে। পরিচয় নিশ্চিতের পরই সোমবার এ খবর নিশ্চিত করে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা ফখরুল ইসলাম। নিহতরা হলেন, কুমিল্লার সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার সালাম মিয়া ও নরসিংদীর শাহ আলম। তারা সবাই স্থানীয় একটি হাসপাতালে ক্যাটারিং সার্ভিস বিভাগে কাজ করতো বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত হয়েছে ৬ জন যাদের মধ্যে অন্তত ১ জন বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিতসার জন্য এরই মধ্যে তাদের কিং ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক, বিডি টাইম্স নিউজ