হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে ইউরো মিশন শুরু করেছে চ্যাম্পিয়ন পর্তুগাল। শেষদিকে পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইউরোতে তার গোল সংখ্যা এখন ১১টি। কিংবদন্তি মিশেল প্লাতিনির ৯ গোলের রেকর্ডকে পেছনে ফেলেছেন রোনালদো। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ৬০’হাজার দর্শকের উপস্থিতিতে পর্তুগালকে দীর্ঘক্ষণ আটকে রাখে হাঙ্গেরি। তবে, ৮৪ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন রাফায়েল গেরেইরো। এরপরই শুরু হয় রোনালদোর ঝলক। পেনাল্টি থেকে প্রথম গোল করার অল্প সময়ের মধ্যেই ম্যাচে নিজের জোড়া পূর্ণ করেন সিআর সেভেন। অথচ ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল হাঙ্গেরি পর্তুগালকে আটকে রাখবে তো বটেই, বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে পুরো তিন পয়েন্টও পকেটে পুরে ফেলতে পারে। কিন্তু যে দলে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন আছেন, সে দল শেষের আগে হাল ছাড়ে কী করে? পর্তুগাল ছাড়েনি। শেষমেশ তাই বড় এক জয় নিয়েই মাঠ ছেড়েছেন রোনালদোরা। নিজেদের মাঠে অন্তত এক পয়েন্টের আশায় খেলতে থাকা হাঙ্গেরি শেষদিকের পর্তুগিজ ঝড় আটকাতে পারেনি। শেষ আট মিনিটে তিন গোল খেয়ে হেরে বসেছে ৩-০ গোলে।

স্পোর্টস নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে