বিশ্বকাপ বাছাইয়ে ওমানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। ইব্রাহিম আর গোলকিপার জিকোর দৃঢ়তায় ব্যবধান আর বড় হয়নি। এ নিয়ে বাছাইয়ের আট ম্যাচের আট ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তলানিতে থেকেই মিশন শেষ করলো লাল-সবুজ। যেখানে ১৮’গোল হজমের বিপরীতে মাত্র তিন গোল করেছে জেমি ডের দল।

শেষের ভালোর সন্ধানে ওমান পরীক্ষায় বাংলাদেশ; একাধিক পরিবর্তনের একাদশে রাইট ব্যাক তারিক কাজীকে ডিফেন্সিভ মিডফিল্ডে রেখে কোচ জেমি ডের চমক। শুরু থেকেই যে প্রতিপক্ষ চেপে ধরবে সেটা জানা ছিলো। ওদের একের পর এক আক্রমণ, ঠেকাতে ব্যস্ত তপু-রাফিরা। বিশ মিনিট না পেরুতেই গোটা দশেক কর্নার পেয়েছে ওমান। প্রতিরোধ থেমেছে ২২’মিনিটের মাথায়। বাঁ প্রান্ত থেকে পাওয়া বলে আলতো ছোঁয়ায় পূর্ণতা দেন আল ঘাফরি। তবে মিনিট চারেক পরেই সমতায় ফেরার সহজ সুযোগ হাতছাড়া করেন ইয়াসিন। কর্নার থেকে উড়ে আসা বল ফাঁকায় থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি ওমান গোলকিপারের দৃঢ়তায়। গোলপোস্টের কল্যাণে প্রথমার্ধে ব্যবধান বাড়েনি বাংলাদেশের।

জামাল-বিপলুদের না থাকা বড্ড ভুগিয়েছে। বিরতির পরও মাঝমাঠে একেবারেই নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাংলাদেশ। এক ঘন্টা পেরুতেই লিড ডাবল করেন খালিদ আল হাজরি। বার বার আক্রমনে ছন্নছাড়া বাংলার রক্ষণ, গোটা চারেক সুযোগ নষ্টের পর তৃতীয় গোলটি আসে একাশি মিনিটে। জোড়া পূর্ণ করেন আল হাজরি।

স্পোর্টস নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে