তাপস চক্রবর্তী, কোলকাতা সংবাদদাতা।।
বৈশ্বিক মহামারী চলছে ২০২০ সাল থেকে, সারা বিশ্বের সাথে ভারতেও অস্থির পরিস্থিতি চলছে কোভিড-১৯’র কারণে, যা ২০২১ সালেও তার প্রভাব অব্যাহত। লকডাউন ও নানা বিধিনিষেধের কারণে কাজ হারিয়েছেন অনেক মানুষ।

অনেক গরীব মানুষ আছেন যারা ছোটোখাটো কাজ করে সংসার চালাতেন, তারা এখন অভুক্ত অবস্থায় রয়েছেন। অনেকে করোনা আক্রান্ত রোগী, যাদের দেখাশোনার কেউ নেই, তারা লক ডাউনের জন্য নূন্যতম খাবার ও প্রয়োজনীয় জিনিসটুকুও জোগাড় করতে পারছেন না, করোনার ভয়ে কেউ তাঁদের সাহায্য করতেও আসছে না। এই অবস্থায় গত বছরের মতো এবারও সমাজসেবী সংস্থা “কোলকাতা আমি তোমায় ভালোবাসি”(KATV Foundation) সংস্থার প্রতিষ্ঠাতা সুজাতা মণ্ডল এবং অন্যান্য সদস্যরা মিলে তাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষদের জন্য।

সমাজসেবী সংস্থা “কোলকাতা আমি তোমায় ভালোবাসি” করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে রান্না করা খাবার সম্পূর্ণে বিনামূল্যে পৌঁছে দিচ্ছেন। যখনই খবর আসছে কোনো অসহায় কোভিড রোগীর পরিবার খাবার পাচ্ছে না, সংস্থাটির স্বেচ্ছাসেবক উত্তম ঘোষ, সুরজিত দাস, সঞ্জু দাস, প্রসেঞ্জিত মান্না’রা মিলে সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে কোভিড রোগীদের বাড়িতে গিয়ে দুইবেলা রান্নাকরা খাবার পৌঁছে দিয়ে আসছে। কোভিড রোগীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রান্না করছে আরও একজন স্বেচ্ছাসেবক অঞ্জলি কোলে। এছাড়াও, কোভিড রোগীদের অক্সিজেন দেয়া বা হাসপাতালে শয্যার জন্য ব্যবস্থা’র চেষ্টা চালিয়ে যাচ্ছে “কোলকাতা আমি তোমায় ভালোবাসি” স্বেচ্ছাসেবক সংগঠনটি।

সম্প্রতি, সংস্থার প্রেসিডেন্ট রাজকুমার ধারা, প্রতিষ্ঠাতা সুজাতা মণ্ডল, সক্রিয় সদস্য সুলতা দত্ত, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪’পরগনা জেলার মথুরাপুরের অন্তর্গত জনার্দনপুর গ্রামে দিয়ে ৩২’টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী, সবজি, জামাকাপড় ইত্যাদি পৌঁছে দিয়েছেন। পাশাপাশি, যে সমস্ত কর্মীরা করোনার বিরুদ্ধে অক্লান্ত ভাবে লড়াই করছেন তাঁদের মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার বিনামূল্যে হস্তান্তর করেছেন। স্থানীয় প্রশাসন সক্রিয় ভাবে সহযোগিতা করছেন বলে জানান “কোলকাতা আমি তোমায় ভালোবাসি” স্বেচ্ছাসেবক সংগঠনটির কর্নধার সুজাতা মণ্ডল।

করোনায় প্রথম সারির যোদ্ধা ডাক্তার, পুলিশ, ব্যাঙ্ক’কর্মীদের পাশাপাশি “কোলকাতা আমি তোমায় ভালোবাসি” স্বেচ্ছাসেবক সংগঠনটিকেও এই সংস্থা উৎসাহ প্রদান এবং সম্মাননা হিসেবে “কোভিড সেবা সম্মান” প্রদান করেছে। হাওড়ার বাসিন্দা শুভঙ্কর পাত্র বলেন “কোলকাতা আমি তোমায় ভালোবাসি” স্বেচ্ছাসেবক যোদ্ধা’দের অনেক ধন্যবাদ ও শ্রদ্ধা, সকলের সার্বিক সফলতা ও সুস্থতা কামনা করি’। করোনায় আক্রান্ত পরিবারগুলোর দ্রুত আরোগ্য কামনা করি’।

সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে জোসে লোপেজ যাম্ব্রিনো, সুজাতা মণ্ডল’কে উদ্দেশ্য করে লিখেছেন “Felicitaciones por tu bondad. Saludos desde Buenos Aires- Argentina” অর্থাৎ আপনার উদারতার জন্য অভিনন্দন । বুয়েনস এয়ারস-আর্জেন্টিনার পক্ষ থেকে শুভেচ্ছা। আরও একজন প্রদ্যুত কাঞ্জিলাল লিখেছেন “আপনার এই অসামান্য উদ্যোগকে আমি অত্যন্ত সম্মান করছি এই দুঃসময়ে আপনি যে পাশে আছেন ঈশ্বর আপনার মঙ্গল করুক, ঈশ্বর আপনার হাত দিয়ে আরও দশের মঙ্গল করুক। আপনি আমার হৃদয়ের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা গ্রহণ করবেন, মানুষের জন্য যে কাজ করছেন আর কিছু বলার নেই এক কথায় অতুলনীয়”।

কোলকাতা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে