বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ওয়ানডে ক্রিকেট সিরিজ জিতলো এক ম্যাচ হাতে রেখেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে (ডিএলএস) ১০৩ রানে হারালো শ্রীলঙ্কাকে। এই জয়ে ৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের তালিকার শীর্ষেও উঠে এলো বাংলাদেশ।

২০০২ সাল থেকে দ্বিপক্ষীয় সিরিজ খেললেও বাংলাদেশ এই প্রথম লঙ্কানদের বিপক্ষে কোন সিরিজ জিতলো। শ্রীলঙ্কার বিপক্ষে নয়টি সিরিজ খেলে প্রথমবার জিতল বাংলাদেশ। আগের ৮ সিরিজে ছয়টি জিতেছিল লঙ্কানরা, ড্র হয় বাকি দুইটি। শুধু সিরিজই নিশ্চিত হয়নি, এই জয়ে ২০২৩ বিশ্বকাপের জন্য আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেল বাংলাদেশ। ৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন্স ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে। শুক্রবার শেষ ম্যাচ জিতলে তাদের সঙ্গে ব্যবধান আরও বাড়াতে পারবে বাংলাদেশ। আরো একটি নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন নিয়মে কনকাসন পদ্ধতিতে বাংলাদেশ এই ম্যাচে সাইফুদ্দিনের জায়গায় খেলিয়েছে তাসকিন আহমেদকে। ব্যাটিংয়ের সময় মাথায় ব্যাথা পাওয়ায় আর খেলতে পারেননি সাইফুদ্দিন, কনকাসন পদ্ধতিতে তার জায়গায় খেলেন তাসকিন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ২৪৭ রান তাড়া করতে নেমে স্পিনারদের ঘূর্ণিতে নাকাল হতে থাকে সফরকারীরা। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে (ডিএলএস) ৪০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানে থেমে গেছে লঙ্কানরা। বাংলাদেশ পেয়েছে ১০৩ রানের বিশাল জয়।

স্পোর্টস নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে