ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে। মিরপুরে বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিলো ৭’উইকেটে ১৯৬’রান। ৪১’ওভার ১’বলের সময় বৃষ্টি নামলে আম্পায়াররা খেলা বন্ধ রাখেন। মুশফিক ৮৫ ও সাইফুদ্দিন ২’রানে অপরাজিত রয়েছেন। এর আগে শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটা মোটেও ভাল হয়নি।

স্কোর বোর্ডে ১৫ রান যোগ হতেই বিদায় নেন অধিনায়ক তামিম ইকবাল ও অভিজ্ঞ সাকিব আল হাসান। ১৮ ম্যাচ পর শুণ্য রানে আউট হন সাকিব। লিটন দাশ ২৫ ও মোসাদ্দেক সৈকত ১০ রানে ফিরলে বাংলাদেশ চাপে পড়ে। মুশফিক ও মাহমুদউল্লাহ ৫৮’রানের জুটি গড়ে চাপ সামাল দেন। মুশফিক পান ওয়ানডে ক্যারিয়ারের ৪১’তম হাফ সেঞ্চুরি।

স্পোর্টস নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে