প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবন্ধীরাই বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনে। বিশেষ অলিম্পিকে তারাই গোল্ড মেডেল আনে। তারাই চ্যাম্পিয়ন হয় ক্রিকেটে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, অটিজমে আক্রান্ত শিশুদের বেঁচে থাকার অধিকার আছে। সমাজে তাদেরও স্থান আছে। তাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। মেধা বিকাশের সুযোগ দিলে প্রতিবন্ধীরা সমাজে অনেক কিছু দিতে পারে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে প্রতিবন্ধীদের জন্য আলাদা সফটওয়্যার তৈরি করে কম্পিউটার, ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করতে প্রধানমন্ত্রী আহ্বান জানান।
ব্যক্তি পর্যায়ে কীভাবে প্রতিবন্ধীদের জন্য ভূমিকা রাখা যায় তার উদাহরণ তুলে ধরে শেখ হাসিনা বলেন, তিনি বিভিন্ন উৎসবে প্রতিবন্ধীদের আঁকা ছবি দিয়ে তৈরি কার্ড দিয়ে শুভেচ্ছা জানান। তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এসব কার্ডে ব্যবহৃত ৫০টি ছবি দিয়ে অ্যালবাম তৈরির উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।
প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা বলেন প্রধানমন্ত্রী।