‘স্বাধীন বাংলায় অদম্য দৌড়, চুয়ান্ন’র পথে’ আয়োজন করে স্বাধীন বাংলা রানার্স। এই বিশেষ ইভেন্টে অংশগ্রহণ করেন সূর্য শিশির রানার্স গ্রুপের অ্যাডমিন তানজিদ আহমেদ এবং আশরাফুল ইসলাম।
দৌড়ের সূচনা এবং সমাপ্তি
অদম্য দৌড় শুরু হয় আগারগাঁও পর্যটন ভবনের সামনে থেকে এবং শেষ হয় জাতীয় শহীদ মিনারে। তানজিদ আহমেদ এবং আশরাফুল ইসলাম ৫৪ কিলোমিটার দূরত্ব সফলভাবে সম্পন্ন করেন।
ইতিহাসের সাক্ষী হওয়ার অনন্য অভিজ্ঞতা
দৌড়টি ছিল শুধু শারীরিক কসরত নয়, ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস জানার এক অনন্য সুযোগ।
•প্রতিটি স্মারক ঘিরে শ্রদ্ধা
দৌড়ের রুটে থাকা প্রতিটি স্মারক স্থল পরিদর্শন করেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানতে সচেষ্ট হন।
•মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা
মিরপুরে দৌড়ের একটি গুরুত্বপূর্ণ অংশে ফিটনেস ক্যাম্পেইন বাংলাদেশ থেকে তারা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জানতে পারেন।
অম্লান স্মৃতি
তানজিদ আহমেদ এবং আশরাফুল ইসলামের জন্য এই দৌড় শুধু একটি ইভেন্ট নয়, এটি হয়ে থাকবে স্মরণীয় একটি অভিজ্ঞতা। ‘স্বাধীন বাংলায় অদম্য দৌড়, চুয়ান্ন’র পথে’ তাদের মুক্তিযুদ্ধের চেতনা আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে। এই দৌড়ের প্রতিটি মুহূর্ত তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।