স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবশ-র্যালীসহ সব ধরণের অনুষ্ঠান করোনার কারণে ৩০’শে মার্চ পর্যন্ত স্থগিত করেছে বিএনপি। সেই সাথে করোনার কারণে সবধরনরে কর্মসূচি স্থগিত করতে সরকারের প্রতিও আহ্বান জানায় দলটি।
বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনরে কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব ধরণের অনুষ্ঠান স্থগিত করার কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এসময়, মুজিব বর্ষসহ সব ধরণের কর্মসূচি স্থগিত করতে সরকার প্রতিও আহ্বান জানান বিএনপি মহাসচিব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপি কর্মসূচি ঘোষণা করে বিএনপি, তার অংশ হিসেবে ২৬ মার্চ ঢাকায় র্যালী ও ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের দিন ধার্য ছিল। অন্যদিকে এরশাদের ক্ষমতা দখলের দিনটিকে কালো দিবস হিসেবে স্মরণে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মীরাই বিভিন্ন সময় সংখ্যালঘুদের সম্পত্তি দখল করেছে। তার দাবি, দেশের মানুষ এখনো গণতন্ত্রর সুফল পাচ্ছে না। বিএনপি প্রতিনিয়ত নির্যাতিত হলেও সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে না, এর দায় দলের সবার বলেও জানান তিনি। এছাড়াও বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে সরকার, কিন্তু জনগণ এসব আয়োজনের সঙ্গে নেই। বাইরের কিছু মেহমান আর সরকারের কিছু লোক নিয়েই চলছে এই আয়োজন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














