ক্ষমতায় টিকে থাকতে সরকার হত্যার রাজনীতি শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, সবক্ষেত্রে দলীয়করণের মধ্যদিয়ে সরকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চক্রান্ত করছে। রোববার (১৪’ই মার্চ) জাতীয় প্রেসক্লাবে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন নেতারা। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র-এমন পোস্টারে সারা দেশ ছেঁয়ে দেয়া হয়েছে। কিন্তু জনগণের টাকা দিয়ে যা কিছু তৈরি হচ্ছে, তা আগেই ভেঙে যাচ্ছে। তিনি আরও বলেন, জনগণের পকেট কেটে ক্ষমতাসীনরা নিজেদের পকেট ভারী করছে। মেগা প্রজেক্ট দিয়ে উন্নয়নের কথা বলে দেশকে শূন্য করে দিচ্ছে ক্ষমতাসীনরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে ‘কুপি বাতির গণতন্ত্র’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে