রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধিঃ জাতীয় পার্টির (এরশাদ) নেতা নীলফামারী-৪ আসনের সাবেক সাংসদ ও বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ( বিএনপি) ফিরে এসেছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সৈয়দপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সদস্য সচিব জনাব শাহীন আক্তার শাহীন, যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, যুগ্ন আহবায়ক শামসুল আলম, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম জনি, যুগ্ন আহবায়ক ডাঃ জহুরুল হক, সদস্য জোবায়দুল ইসলাম মিন্টু, সদস্য আবিদ হোসেন লাড্ডান, সাবেক ছাত্রনেতা দুলু, উপজেলা বিএনপির সদস্য সচিব লিটন আহমেদ, জেলা যুবদলের সভাপতি আনোয়ার প্রাামানিক,সাধারন সম্পাদক তারিক আজিজ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি রিজওয়ান আক্তার পাপ্পু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি সুজাউল হক সাজু। সৈয়দপুর পৌর ছাত্রদলের আহবায়ক মুহিত চৌধুরী, সদস্য সচিব মোঃ আব্দুর রহিম। সৈয়দপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জয়। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ পলাশসহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
শওকত চৌধুরী বলেন, তার প্রথম কাজ হবে সকলকে সাথে নিয়ে স্থানীয় বিএনপিকে সংগঠিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে ।

উল্লেখ্য এক সময় শওকত চৌধুরী বিএনপির রাজনীতি করতেন। তিনি বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দেন। দশম সাংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে তিনি নীলফামারী-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। পরবর্তীতে তাকে বিরোধীদলীয় হুইপ করা হয়। কিন্তু ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে তাকে বাদ দিয়ে আহসান আদেলুর রহমানকে মনোয়ন দেয় জাতীয় পার্টি।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে