পূর্ব পাকিস্তান সরকারের সাবেক লেবার কমিশনার খান বাহাদুর এস এ ওয়াই বি মুর্শেদীর কন্যা, বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সচিব চৌধুরী এ কে এম আমিনুল হকের সহধর্মিণী এবং ভিকারুননিসা নূন স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক রত্নগর্ভা মুনিরা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সম্মানীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং সম্মানীয় ট্রেজারার প্রফেসর ড. হাসিবুর রশীদ। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর, ২০২০) সকাল সাড়ে ৭টায় ঢাকার নিউ ইস্কাটনের নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রত্নগর্ভা মুনিরা হকের বড় মেয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক প্রফেসর ড. নুজহাত আমিন মান্নান ও ছোট মেয়ে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ। বড় মেয়ের জামাতা তুরস্কে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মস্যুদ মান্নান এবং ছোট মেয়ের জামাতা বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
এক শোক বার্তায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বেরোবি প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া বেরোবি ভাইস-চ্যান্সেলরের শাশুড়ির মৃত্যুতে শোক জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের বিভিন্ন সংগঠন।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ