রাজধানী মগবাজার অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল ও আদ্-দ্বীন কর্পোরেট অফিসের মাঝে প্রীতি ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটায় নয়াটোলা মধুবাগ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আদ্-দ্বীন হাসপাতালের ইঞ্জিনিয়ার মোঃ মোফাজ্জেল হোসেন মাসুম খেলার উদ্বোধন করেন।

টসে জিতে আদ্-দ্বীন হাসপাতাল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। অপরদিকে আদ্-দ্বীন কর্পোরেট অফিস ১৮ ওভার ৩ বল খেলে ৩ উইকেটে জয় লাভ করে। খেলায় ম্যান অফদা ম্যাচ নির্বাচিত হন ইসতিয়াক আহমেদ ও সালাউদ্দিন সুজন। আম্পায়ার হিসেবে দায়িত্বপালন করেন মোজাহিদুল ইসলাম মন্ডল ও মেহেদী হাসান। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা: শেখ মহিউদ্দিন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে