রাজধানীর ভাষানটেক থানার বদিউজ্জান রোডের একটি বাড়ির ছাদ থেকে কেয়ারটেকার কাম ম্যানেজার সবুজকে (৩৫) ফেলে দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় যমুনা টিভির এনামুল হকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
আহত সবুজকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সবুজ বর্তমানে সিএমএইচ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা গুরুতর।
ওসি বলেন, এ ঘটনায় যমুনা টিভির এনামুল হকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সবুজকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলার চেষ্টা করেছিল আটক তিনজন। একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে ফ্ল্যাট নিয়ে বিরোধ ছিল এ তিন জনের। বিয়ষটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি নজরুল ইসলাম