কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে ফাতীন ইতমাম মাহমুদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফাতীন ইতমাম ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী।
শুক্রবার ৫’বন্ধুসহ ঢাকা থেকে মোটরসাইকেলে করে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যান ফাতীন। বেলা আড়াইটার দিকে তারা সিগাল হোটেলের পাশের সৈকত থেকে সাগরে গোসল করতে নামেন। এর এক পর্যায়ে ভেসে যান ফাতীন। পরে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ফাতীন ইতমাম মাহমুদ রাজধানীর মিরপুর ১২’নম্বরের ‘সি’ ব্লকের বাসপাড়া তৃতীয় কলোনির বাসিন্দা। ফাতিনের বাবার নাম মাহমুদুল হোসাইন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ