ভারতের আজমীর শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি’র দরগাহ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের তৃতীয় দিন ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে জয়পুর পৌঁছান প্রধানমন্ত্রী।
সেখান থেকে হেলিকপ্টার যোগে আজমীর শরীফে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী দরগাহ জিয়ারত ও সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে মোনাজাত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারসহ অন্যান্যরা। মাজার জিয়ারত শেষে স্থানীয় সময় দুপুরে দিল্লি ফিরে আসেন প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ