বৈরী আবহাওয়ার কারণে টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল আটটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়ছে। তবে এসময় ফেরি চলাচল স্বাভাবিক ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক (নৌ-ট্রাফিক) ফরিদুর ইসলাম। তিনি জানান, প্রবল বাতাস ও বৃষ্টির কারণে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। যার ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপুর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল আটটার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এসময় যাত্রীরা বিকল্প হিসেবে ফেরিতে যাতায়াত করেন।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৮টি এবং আরিচা-কাজিরহাট পথে ১৬টি লঞ্চ চলাচল করে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে