বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানায়, বঙ্গোপসাগরের লঘুচাপটি আরো লঘু হয়ে উড়িষা ও পশ্চমিবঙ্গে অবস্থান করছে। এর প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, ১৪৩ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে