“মানুষ মানুষের জন্যে” সানাবিল ফাউন্ডেশনের(ইউ.এস.এ) সহযোগিতায় স্যার আবদুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে চিলমারী উপজেলার পুটিমারী হাটিথানা বাঁধের রাস্তা, ডেমনার পাড়, সবুজ পাড়া ও বালাবাড়ি এলাকার ২৩০’টি বন্যাকবলিত পরিবারকে ঈদের দিন গরুর মাংস ও শুকনো খাবার বিতরণ করা হয়।
চিলমারী উপজেলায় বন্যাকবলিত এলাকায় এই কর্মসূচির আয়োজনে ছিলেন প্রয়াত ডা: আসমত উল্লাহ সরকার ও প্রয়াত আব্দুল মজিদ সরকারের পরিবারের সদস্যবৃন্দ। প্রয়াত ডা: আসমত উল্লাহ সরকার পরিবারে’র পক্ষে কৃষিবিদ মো: আহসান হাবিব, প্রকৌশলী মো: জুবায়ের আহসান, প্রকৌশলী আহসান কবির ও শারমিন আক্তার জাহান উপস্থিত ছিলেন।
কৃষিবিদ মো: আহসান হাবিব বিডি টাইম্স নিউজকে বলেন, বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের মুখে একদিনের খাবার তুলে দিতে পেরে তাদের পরিবার অনেক আনন্দিত। প্রতি বছরের মত সামনের বছর গুলিতেও তাদের পরিবার এই অসহায় মানুষগুলোর পাশে থাকবেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের সদা অসহায় মানুষের পাশে দাড়ানর জন্য আহব্বান জানান। প্রয়াত আব্দুল মজিদ সরকারের পরিবারের পক্ষ্য থেকে ওয়ালিউল মজিদ(বিশ্বাস) বিডি টাইম্স নিউজকে বলেন, নিজে বন্যা’র কবলে না পরলে বুঝা যাবে না বন্যায় মানুষের কি পরিমান কষ্ট হয়। পুরো কর্মসূচীটা ওয়ালিউল মজিদ (বিশ্বাস)এর নেতৃত্বে সম্পন্ন হয়। এই কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের জন্য ও বন্যার্তদের পাশে থাকার জন্য বিডি টাইম্স নিউজ’সহ সকলকে ধন্যবাদ জানান।

আরো যারা এই কর্মসূচী বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন তারা হলেন মোঃ হান্নান হোসেন, উম্মে হাবিবা বিউটি, নাসিমা, রমজান আলী,মোস্তাফিজুর রহমান,রুবেল,সাব্বির,হিরা সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























