ঢাকার ধামরাইয়ে ঈদের আনন্দে নৌকা নিয়ে ঘুরতে গিযে বন্যার পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (১’লা আগস্ট) দুপুরে এই দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মান্দারচাপ এলাকার পাঁচ কিশোরী নৌকা নিয়ে ঈদের আনন্দ করতে বের হয়। ভ্রমণের একপর্যায়ে হঠাৎ নৌকা উল্টে গেলে সবাই ডুবে যায়। কিশোরীদের কেউ সাঁতার জানতো না। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং নিজেরা উদ্ধারকাজ পরিচালনা করে। পরে পুলিশ এসে দ্রুত তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। নিহত ওই দুই কিশোরী শিফা(১২) ও মীম (১২) ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

এব্যাপারে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, বন্যার পানিতে ডুবে যাওয়া দুই কিশোরীকে দুপুর সোয়া তিনটার দিকে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের ভিতরে দুইজন মারা যায়। পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, ঘটনা শুনে দ্রুত থানা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে এ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এসময় স্থানীয় জনগন সকলকে উদ্ধার করলে ৩ জন সুস্থ থাকলেও ৬ষ্ঠ শ্রেণীর দুই ছাত্রী শিফা (১২) ও মীম (১২) এর অবস্থা ভালো ছিলো না। তাদেরকে অচেতন অরস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে