রাজধানীর রামপুরার বনশ্রী আবাসিক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে “বনশ্রী ক্রীড়া চক্র”। এলাকাবাসীর সহযোগিতায় তরুণদের সামাজিক সংগঠন “বনশ্রী ক্রীড়া চক্র” এই বিশেষ আয়োজনটি করেছে, যা খুবই যুগোপযোগী সিধান্ত বলে জানিয়েছেন এলাকাবাসী।

মহামারী করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে বনশ্রীবাসীকে সুরক্ষা ও সচেতন করার লক্ষে সপ্তাহব্যাপী এমন উদ্যোগ নিয়েছেন বলে রামপুরার “বনশ্রী ক্রীড়া চক্র”র সসদ্যরা জানান। বর্তমানে নোভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে এবং কোরবানির ঈদের আগে এমন আয়োজনের কারন জানতে চাওয়া হলে, ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি আলি আজম ভুঁইয়া নাদিম বিডি টাইম্‌স নিউজকে জানান,”বর্তমান পরিস্থিতিতে স্থায়ী ভাবে মধ্যবিত্ত সমাজের অনেকেই ঢাকা ত্যাগ করেছেন, অন্যদিকে অনেকেই পবিত্র ঈদ-উল-আজহা পালনে নিজ নিজ গ্রামের বাড়ীতে গেছেন। অসংখ্য ফ্ল্যাট-বাসা খালি পড়ে আছে। যেখানে এডিস মশা সহজেই বাসা বাধতে পারে। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই বিষয়ে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি।

অন্যদিকে, কোভিড-১৯’র বিষয়টা ভুলে গেলেও চলবে না, তাই আমাদের বনশ্রী ক্রীড়া চক্রের সকলের মতামতের ভিত্তিতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা সচেতনতা তৈরিতে কাজ করবো এবং পরিচ্ছন্ন বনশ্রী তৈরি করতে মাঠ পর্যায়ে স্বচেষ্ট থাকবো। আর এলাকাবাসীর সহযোগিতায় আমরা এই দুর্যোগময় পরিস্থিতি সামলে সামনে এগিয়ে যাব আশা করি।

আজ বিকাল ৫টায় বনশ্রীর প্রবেশ পথ থেকে সামাজিক দুরত্ব মেনে এই কার্যক্রম শুরু হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং বনশ্রী সোসাইটির সহযোগিতায় এই কার্যক্রম করতে যাচ্ছে বনশ্রীর এই ক্লাবটি। এই আয়োজনের মূল পৃষ্ঠপোষকতায় আছে “চেন্নাই মেডিক্যায়ার ট্যুরিজম”, ডিজিটাল পার্টনার “হ্যাসবিডি ডট কম” এবং মিডিয়া পার্টনার থাকছে “বিডি টাইমস নিউজ”।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে