ইউরোপ ডেস্ক।। বাংলাদেশ থেকে ইতালীর রাজধানী রোমে বিশেষ ফ্লাইটে ২৮৭’জন প্রবাসী বাংলাদেশী পৌঁছান। আগত সকল যাত্রীদেরকে করোনা পরীক্ষা করানো হয় যার মধ্যে ১৩’জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
গতকাল ৬’ই জুলাই সোমবার আমাদের ইউরোপ ব্যুরো প্রধান নাজমুল আহসান তুহিন সরজমিনে ছিলেন এবং বাংলাদেশের ফ্লাইটটি ল্যান্ড করার পর থেকে সমস্ত কার্যক্রম শেষ করা পর্যন্ত এয়ারপোর্টে অবস্থান করেন। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত অন্যান্য আনুষ্ঠানিতা চলছিল। নাজমুল আহসান তুহিন জানান, অসুস্থদেরকে দ্রুত বিভিন্ন হাসপাতালে ও বাকি সব যাত্রীদের ১৪’দিনের হোম কোয়ারেন্টাইনে রাজধানীর বিভিন্ন হোটেলের রাখা হয়েছে। সকলের অবগতির জন্য জানানো হয়েছে যে, কেহ যেন আইন অমান্য না করেন, আইন না মানলে ৩’মাসের জেল ও ২০’হাজার ইউরো জরিমানা করা হবে। গতকাল এ সকল কার্যক্রম সম্পন্ন করতে কতৃপক্ষের কমপক্ষে ১২-১৪ ঘণ্টা সময় লেগে যায়।
উল্লেখ্য যে, আগে ৩’রা জুলাইয়ের ফ্লাইটে ১২’জন সহ সর্বমোট ৫টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত ৬৫’জনের অধিক লোকের করোনা পজেটিভ পাওয়া গেছে। পুর্বে কিছু সংখ্যক লোক ঠিক ভাবে হোম কোয়ারেন্টাইনে না মানার কারনে কতৃপক্ষ কঠিন সিদ্ধান্তে নিতে বাধ্য হয়।
নাজমুল আহসান তুহিন, (ইউরোপ ব্যুরো প্রধান)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ