আব্দুল্লাহ্ আল-মামুন,(সিরাজগঞ্জ)।। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ জুন) বাদ আসর শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে সিরাজগঞ্জ আ.লীগের সহ-সভাপতি এ্যাডঃ কে,এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আব্দুর রহমান পিপি, আলহাজ্ব ইসহাক আলী , এ্যাডঃ বিমল কুমার দাস , জেলা আ.লীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, উপ- দপ্তর সম্পাদক এহসানুল হক এহসান, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ প্রমূখ ।দোয়া মাহফিলের বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ এর আহবানে দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন আহসান হাবিব খোকা । এছাড়াও ৯ টি উপজেলার পৌর ও ওয়ার্ড পর্যায়ের এবং ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুম মোহাম্মদ নাসিমের রাজনৈতিক ও কর্মময় বর্ণাঢ্য জীবনের উপর গুরুত্বআরপ করে সংক্ষিপ্ত আলোচনায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। বক্তাগন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত ঘনিষ্ঠ সহযোগী কাজিপুরের মাটি ও মানুষের সন্তান জাতীয় চার নেতার অন্যতম নেতা ও বাংলাদেশ সরকারের সাবেক প্রধান মন্ত্রী শহীদ এম মনসুর আলী শাহাদত বরণ করার পর কাজিপুরের মানুষের ভাগ্যে নেমে এসেছিল অন্ধকার। পরবর্তিতে সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে তারই সুযোগ্য সন্তান জননেতা মোহাম্মদ নাসিম পিতার আদর্শ বুকে ধারন করে পিতার আদর্শ স্বপ্ন পুরনে ও বাস্তবায়নে দেশ ও দেশের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে লালন করে রাজনীতি করতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে প্রতিহিংসার স্বৃকার হয়েছেন, বিভিন্ন সময়ে কারানির্যাতন সহ্যকরে রাজপথে লড়াকু সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
মোহাম্মদ নাসিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করেছেন। তিনি এই অবহেলিত উত্তর জনপদের সিরাজগঞ্জের উন্নয়নে রেখেগেছেন বড় অবদান।উক্ত দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন ফায়ার সার্ভিসের মসজিদের ইমাম শহিদুল ইসলাম। এসময় মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম ও দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
আব্দুল্লাহ্ আল-মামুন, সিরাজগঞ্জ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ