ভয়েস রেসপন্সিভ রোবট ‘রিবো’ তৈরি করলো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোবটটি বাংলা কথা বলা ছাড়াও হাত মেলানো, চোখ ও চোখের পাতা নাড়াতে পারে। সব থেকে মজার বিষয় কথা বলার সময় হাত নাড়াতে পারে রিবো, তাছাড়া রিবো বলে ডাকলে সাড়া ও দেয় রোবটটি।
রোবো সাস্টের ১১জন সদস্য মিলে মাত্র একমাস সময়ে তৈরি করেছেন রোবটটি। ‘রিবো’র প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তড়িৎযন্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমীন হক।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিগত কয়েক বছর ধরে রবোটিক্স নিয়ে গবেষণা করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় দেশের জন্য সম্মানও বয়ে নিয়ে এসেছে শাবিপ্রবি। আর ‘রিবো’ তৈরির মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেলো তারা।
রিবো নির্মাতা দলের সঙ্গে মুহম্মদ জাফর ইকবাল
রোবটটি তৈরি করতে প্রায় একলক্ষ টাকা খরচ হয়েছে । বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি এই কাজে আর্থিক সহায়তা প্রদান করে। ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ছাড়াও দেশের বিভিন্ন উন্নয়ন মূলক প্রজেক্টেও ‘রিবো’ কে ব্যবহারের ইচ্ছা আছে নির্মাতাদের।