বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য, কক্সবাজারের প্রবীণ রাজনীতিবিদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা এডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এডভোকেট জহিরুল ইসলাম আজ (১৮ মে) বেলা আড়াইটার দিকে চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এডভোকেট জহিরুল ইসলাম ছিলেন একাধারে সাবেক সংসদ সদস্য, সাবেক গভর্নর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর। তার মৃতুতে আমাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।’
তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























