দুর্নীতি দমন কমিশনের প্রধান সহকারী খলিলুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খলিলুর রহমান প্রায় দুই সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। কিন্তু প্রথমদিকে অসুস্থতার কথা গোপন করেন তিনি। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বৃহস্পতিবার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল নমুনা পরীক্ষায় তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। আইসিইউ সেবার জন্য তাকে সকালে ইবনে সিনা থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। দুপুর একটার দিকে মারা যান তিনি।দুর্নীতি দমন কমিশনে ২৫ বছর ধরে চাকরি করে আসছিলেন খলিলুর রহমান। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।
এর আগে গত ৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























