ঢাকা, শুক্রবারঃ  দৈনিক ভোরের কাগজ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক  আসলাম রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসলাম শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪২ বছর। তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, করোনা মহামারীর এসময় জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত সাংবাদিকদের আরো একজনকে আমরা হারালাম, যা অত্যন্ত বেদনাদায়ক।

ড. হাছান প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও আসলামের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে