ঢাকা, বুধবারঃ দৈনিক জনতার সাবেক সম্পাদক খোন্দকার মোহিতুল ইসলাম রঞ্জুর মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তথ্যমন্ত্রী তার শোকবার্তায় খোন্দকার মোহিতুল ইসলাম রঞ্জুর কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, তিনি দৈনিক জনতা ছাড়াও বাংলাদেশ সংবাদ সংস্থা ও দি ডেইলি অবজারভারে সাংবাদিকতার দায়িত্বও নিষ্ঠার সাথে পালন করেছেন। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সাংবাদিককে হারালো।
ড. হাছান মাহমুদ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























