ঢাকাঃ বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

খন্দকার আসাদুজ্জামান (৮৫) শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মন্ত্রী তার শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তিকামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তথ্যমন্ত্রী আরো বলেন, অন্যান্য বড় অবদানের সাথে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধকালে প্রবাসে জনমত গড়ে তুলতে বিশেষ অবদান খন্দকার আসাদুজ্জামানকে স্মরণীয় করে রেখেছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে