নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ইতিবাচক কর্মকান্ডের মধ্য দিয়ে সকলের দৃস্টি আকর্ষন করেছে এক ওয়ার্ড কাউন্সিলর। এলাকাবাসীর কাছে তিনি এখন করোনা যোদ্ধা নামে পরিচিত। এলাকার সবাই তাকে এখন করোনা যোদ্ধা পাপ্পু নামেই ডাকে।

সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু শুরু থেকেই করোনা নামক প্রানঘাতী ভাইরাসের হাত থেকে তার ওয়ার্ডবাসীকে নিরাপদ রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা যেখানে ঘরে থেকে থেকে ক্লান্ত, বিরক্ত। সেখানে এই জন প্রতিনিধি পার করছেন নির্ঘুম রাত, ব্যস্ত দিন।
নিজ এলাকাকে করোনা সরেজমিনে ভাইরাসের সংক্রমন রোধে তিনি ছুটে চলেছেন প্রতিটি ঘরে ঘরে। সরকার ও স্বাস্থ্যবিভাগের নির্দেশনামোতাবেক মানুষকে ঘরে রাখতে কখনো হ্যান্ডমাইক নিয়ে,কখনো সুরাক্ষাসামগ্রী নিয়ে আবার কখনো ত্রান সামগ্রী নিয়ে দিন রাত ছুটে চলেছেন তার ওয়ার্ডের প্রতিটি এলাকায়। এছাড়া এলাকাকে জীবানুমুক্ত রাখতে সকাল-বিকাল চালু রেখেছেন জীবানুনাশক স্প্রে কার্যক্রম। হায়দার নামের এলাকার এক প্রবীন ব্যাক্তি বলেন কাউন্সিলর পাপ্পু এই দু:সময়ে আমাদের মত অসহায় মানুষের পাশে থেকে যেভাবে সেবা দিয়ে যাচ্ছে তা আমরা কোনদিন ভুলব না। নাজমা ( ৪২) নামের নারী বলেন আমার স্বামী এক দোকানে কাজ করেন কিন্তু দোকান বন্ধ থাকায় আমাদের অবস্থা খুবই খারাপ বাসায় কোন খাবার না থাকায় পাপ্পু কাউন্সিলরকে ফোন বিষটি জানানোর সাথে সাথেই আমার খবারের ব্যবস্থা করে দিয়েছে।

তিনি না থাকলে তিন ছেলে-মেয়ে সহ আমাদের না খেয়ে থাকতে হতো। এলাকার যুবক আমিরুল হক আরমান বলেন কাউন্সিলরের ডাকে আমরা সারা দিয়ে এলাকার লোকজনকে সচেতন করছি। তবে অধিকাংশ সময় কাউন্সিলর এলাকায় একাই ছুটে বেড়াচ্ছেন, চেস্টা করছেন মানুষকে ঘরে রাখতে। তাই তো আমরা কাউন্সিলরকে করোনা যোদ্ধা বলে ডাকছি। এ ব্যাপারে কথা হয় সেই কাউন্সিলরের সাথে। তিনি জানান চেস্টা করছি এলাকার মামুষকে সচেতন করে এলাকাকে নোভেলা করোনা ভাইরাসের সংক্রমন হতে এলাকাকে রক্ষা করতে। যারাই বাইরে থেকে আসছে তাদের চিহ্নিত করে কোয়ারেন্টনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সরকারে দেওয়া ত্রান সুবিধাবঞ্চিত মানুষদের তালিকার মাধ্যমে পৌছে দেওয়া হয়েছে।

মাননীয় পৌর মেয়রকতৃক দেওয়া সহযোগিতাও পৌছে দেওয়া হচ্ছে অসহায়দের মাঝে। এলাকার বিত্তবানদের এবং নিজের সাধ্যমত ব্যক্তিগত আর্থিক সহযোগিতাও অব্যাহত রয়েছে এলাকার মানুষদের জন্য।তিনি সকলের সম্মিলিত প্রচেস্টায় এই ভয়াভহ অবস্থা মোকাবেলা করার জন্য সকলকে ধৈর্যধারনের জন্য অনুরোধ করেন।

রেজা মাহমুদ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে