কলকাতা থেকে শুভঙ্কর মুখোপাধ্যায়ঃ করোনার প্রভাবে লকডাউনের সময় বিপন্ন মানুষদের রান্না করা খাবার দেবার কাজে এগিয়ে এলো কোলকাতা প্রেসক্লাব। বাংলা নববর্ষ-র প্রথম দিন থেকে তারা এই কর্মসূচি শুরূ করে। ইতোমধ্যে পাচ’শ জন দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে প্রেসক্লাব।
এই কর্মসূচির আওতায় স্থানিয় ময়দান, নিউমার্কেট ও হেস্টিংস থানা এলাকায় বসবাসকারি দু:স্থ মানুষদের মাঝে সপ্তাহে দু দিন , সোম এবং বৃহ¯পতিবার দুপুরে প্রেসক্লাব ময়দানের তাবুতে এই খাবার দেয়া হবে। আপাতত: লকডাউন পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে, কলকাতা প্রেসক্লাবের প্রেসিডেন্ট সেনেহাশিস সূর এই তথ্য জনিয়ে বলেন, কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবারও কলকাতা প্রেসক্লাব দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেবে।

প্রেসক্লাব প্রেসিডেন্ট শ্রী সুর জানান, ভারত সেবাশ্রম সংঘ তাদের এই কর্মকান্ডে সহায়তা করছে। এ ছাড়াও প্রতিদিন কলকাতাসহ সারা রাজ্যে প্রায় অর্ধলক্ষ বিপন্ন মানুষকে খাবার সরবরাহ করছে ভারত সেবাশ্রম সংঘ। এ ছাড়াও পূর্ব মেদিনিপুরসহ অন্যান্য কয়েক জেলাতেও ভারত সেবাশ্রম সংঘ যথেষ্ট পরিমান দরিদ্র মানুষকে খাবার পৌছে দেবে। এই কঠিন সময়ের মধ্যেও মারণ ভাইরাস করোনা প্রকোপ-র খবর সংগ্রহ ও পরিবেশন করা ছাড়াও সমাজের প্রতি সাংবাদিকদের পালনীয় বৃহত্তর দায়িত্বের কথা ভেবেই কলকাতা প্রেসক্বাব এই কর্মসূচি নিয়েছে বলে প্রেসক্লাব প্রেসিডেন্ট জানিয়েছেন। তিনি বলেন, কলকাতা প্রেসক্লাবের প্রতিটি সদস্য এর জন্য নিরলস কাজ করছেন।

শুভঙ্কর মুখোপাধ্যায়, কলকাতা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে