ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং মাউশির সাবেক মহাপরিচালক (গ্রেড-১) ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন।
আজ(১৪এপ্রিল) মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে থেকে নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন তাঁরা।দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তাঁরা বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এটি বাঙালি জাতির একান্তই স্বকীয় এবং সর্ববৃহৎ সার্বজনীন সাংস্কৃতিক উৎসব। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উজ্জীবীত হওয়ার দিন। বাংলা নববর্ষ ১৪২৭ সবার জীবনে মঙ্গল ও কল্যাণ বয়ে আনুক।’
মহামারি করোনায় দেশের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তাঁরা বলেন ‘করোনা বিনাশে থাকি মানুষের পাশে’ নববর্ষে নতুন আলোয় উদ্ভাসিত হোক বিশ্ব।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ