ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী রক্সি’র পিতা মোঃ বেশারত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুংখ প্রকাশ করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী রক্সি’র পিতা মোঃ বেশারত আলীর মৃত্যুতে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া অপর এক শোকবার্তায় ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. সালমা সুলতানাসহ বিভাগের শিক্ষকবৃন্দ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী রক্সি’র পিতা মোঃ বেশারত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুংখ প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মোঃ বেশারত আলীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন বাধ্যর্কজনিত রোগে ভুগছিলেন। গত শুক্রবার দিবাগত রাতে ব্রেনস্টোক করে কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে মরহুম অসংখ্য আত্মীয়স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। উলে­খ্য যে, শনিবার সকাল ৯টায় নিজ গ্রাম কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ির ইদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে গ্রামের কবরস্তানে দাফন করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে