ঢাকাঃ করোনা ভাইরাসে আক্রান্ত হযে চিকিৎসাধীন অবস্থায় দুর্নীতি দমন কমিশনের পরিচালক (দুদক) জালাল সাইফুর রহমানের অকাল মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি স. ম. গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী মো. জালাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন৷
তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও কল্যাণ কামনা করেন এবং পরিবারের শোকসন্তুপ্ত সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানান৷ একইসাথে কোয়ারেন্টিনে চিকিৎসাধীন তাঁর সহধর্মিণী ও সন্তানের আশু আরোগ্য কামনা করেন৷
শোকবার্তায় তারা বলেন, জালাল সাইফুর রহমান বিসিএস ২২তম ব্যাচের একজন উপসচিব এবং দুর্নীতি দমন কমিশনে পরিচালক হিসেবে অত্যন্ত দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখেন৷ তাঁর অকাল মৃত্যুতে দেশ একজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তাকে হারালো৷
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























