কভিড-১৯ এর (নভেল করোনাভাইরাস) সংক্রমণ রোধে সারা বিশ্বে বন্ধ হওয়ার পথে উড়োজাহাজ চলাচল। আর এ কারণে দেশে আটকা পড়েছেন অনেক প্রবাসীও। এতে একদিকে যেমন তৈরি হয়েছে চাকরি হারানোর আশঙ্কা অন্যদিকে বাড়ি ভাড়াসহ ইউটিলিটির বিল পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।

ভাইরাসটির সংক্রমণের পর যে কয়েকটি খাত সবচেয়ে বেশি সংকটে পড়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এভিয়েশন ও পর্যটন খাত। বিশেষজ্ঞদের আশংকা, চাকরি হারাতে পারেন এ খাতের কয়েক লাখ কর্মী। একমাত্র ভাইয়ের মৃত্যুর সংবাদে ফেব্রুয়ারির শুরুতে দেশে আসেন অস্ট্রেলিয়া প্রবাসী শায়লা পারভীন। ফেরার কথা ছিলো মার্চের শেষে। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় দেশে আটকা পড়েছেন প্রবাসী স্কুলের এই শিক্ষিকা। তিনি জানেন না কবে ফিরবেন। আর একই সংকটে পড়েছেন কানাডা প্রবাসী পুরবী ও শওকত হায়দার দম্পতি। মেয়েকে বিয়ে দিতে এসে আর ফিরতে পারছেন না প্রবাসে।
কভিডের প্রাদুর্ভাবের আগে আকাশপথে এমন অচলাবস্থা কখনো দেখেনি বিশ্ববাসী। তাই এ অবস্থা চলতে থাকলে বিশ্বজুড়ে দেউলিয়া হয়ে যেতে পারে অসংখ্য এয়ারলাইন্স।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
বাড়ি সম্পাদকীয় বিশেষ ফিচার কভিড-১৯ কারণে চাকুরি হারাতে পারেন বিশ্বে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীরা!




















