প্রখ্যাত লেখক, চিত্র সমালোচক এবং শিক্ষাবিদ প্রফেসর ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
আজ সোমবার (২৩ মার্চ, ২০২০) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নি:শ^াস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এক শোক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বেরোবি ভাইস-চ্যান্সেলর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ছোটগল্পে অবদানের জন্য ১৯৬৯ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্ব্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে তিনি এই বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রফেসর ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদেও দায়িত্ব পালন করেছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























