ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও স্মরণ অনুষ্টিত হয়েছপ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এবং আশুগঞ্জ শাখার জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতারা উক্ত অনুষ্ঠানের আয়োজন  করে।শুক্রবার (২০ মার্চ ) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

আয়োজক কমিটির নেতারা জানান, করোনা ভাইরাসের কারণে এ অনুষ্ঠান ছোট পরিসরে আয়োজন করা হয়েছে এবং দ্রুত অনুষ্ঠানের কার্যক্রম শেষ করা হয়।এতে সভাপতিত্ব করেনসরাইল উপজেলা শাখার জাতীয় পার্টির সভাপতি হুমায়ূন কবির।   সাধারণ সম্পাদক এমদাদুল হক ছালেকের পরিচালনায় অনুষ্ঠানে সরাইল ও আশুগঞ্জ শাখার জাতীয় পার্টির বেশকয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় জিয়াউল হক মৃধা বলেন, জাতীয় পার্টি হচ্ছে শান্তির প্রতীক। আর সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ ছিলেন দেশের উন্নয়নের রূপকার। তিনি আরও বলেন, দেশ ও দেশের মানুষের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদ যেই স্বপ্ন দেখতেন, তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীরা আরও ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে পল্লীবন্ধুর আদর্শ মেনে আগামীর পথ পাড়ি দিতে হবে।স্মরণ সভা শেষে এরশাদের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে