এক সময়ের বিখ্যাত গায়িকা ও ঢাকায় অবস্থিত রেডিও পাকিস্তানের প্রথম মুসলিম নারী শিল্পী মালেকা পারভীন বানু মারা গেছেন।

এস এম তাইফুর ও সারা তাইফুরের ছোট মেয়ে মালেকা পারভীন বানু ১৬ মার্চ সোমবার দুপুর ২ঃ১০ ঘটিকায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। আত্নীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা মঙ্গলবার তার গুলশানের বাসায় ( বাড়ি ১০, রোড, ৫৯, গুলশান ২) সকাল ১০ টা থেকে দুপুপর ১২ টা পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। মৃত্যুকালে তিনি ছেলে ও তাদের স্ত্রী, নাতি-নাতনী, অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ড. লতিফুর রহমানের স্ত্রী ছিলেন।

১৭ মার্চ মঙ্গলবার বাদ যোহর গুলশান আজাদ মসজিদে জানাযা শেষে তাকে পুরান ঢাকার সিদ্দিক বাজারে অবস্থিত পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে