ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে। আর এই গ্যাস কুপের সন্ধান লাভ করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)  এর অনুসন্ধানে। নবীনগর উপজেলার হাজীপুর এলাকায় গত ২৮ অক্টোবর ২০১৯ তারিখ থেকে এই স্থানে খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ৩ ফেব্রুয়ারী কাজ শেষ করে নতুন এই গ্যাসে ক্ষেত্র আবিষ্কার করেন তারা । গত মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্স কতৃপক্ষ।

এই প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামাল হোসেন গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নবীনগর উপজেলার হাজীপুর গ্রামে গত ২৮ অক্টোবর ২০১৯ তারিখ থেকে গ্যাসের ঐ  স্থানে খনন কাজ শুরু করা হয়। গত  ৩রা ফেব্রুয়ারী কাজ শেষ করা হয় এবং গত ৩ মার্চ এই নতুন গ্যাস ক্ষেত্র আমরা আবিষ্কার করতে  আমরা সফল হয়েছি। ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস ফিল্ডে বর্তমানে গ্যাসের প্রেসার রয়েছে ১৯ পি এস আই। আরো কয়েকদিন পর বলা যাবে গ্যাসের পরিমান কত আছে।গ্যাসক্ষেত্র আবিষ্কারের ফলে এলাকা বাসীর পক্ষ থেকে  দাবী ওঠেছে,নিজেদের গ্যাস সারাদেশে সরবরাহের আগে নবীনগরের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। আর এমন দাবী  করে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, এই গ্যাস কুপটি মুজিববর্ষের পুরস্কার হিসেবে আমরা পেয়েছি।কাজেই  আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী করছি, নবীনগরের এই গ্যাস কুপের মাধ্যমে যেন  নবীনগরের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার ব্যাবস্থা করে দেওয়া হয়।

নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক বলেন, এই গ্যাস কুপের নাম করন করা হোক নবীনগর গ্যাস কুপ। অন্য কোন নামে এই গ্যাস কুপের নাম নবীনগরবাসী মেনে নেবেনা।

জহির  সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে