মেহেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধীনে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়রুল হক শাহী। পরে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রানারআপ এ এলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ও ম্যান অফ দা ফাইনাল হিসেবে সরকারি বালক বিদ্যালয় এর অধিনায়ক ডায়ানকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় সেখানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ এহসানুল কবীর আরিফ, জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন সহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














