চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় টিটয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের গার্ড অব অনার, ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান। আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা পিপি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ উজ্জামান লিটু, শিক্ষা বিষয়ক সম্পাদক মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অ্যধাপক শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খোকন, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, জেলা পরিষদের সদস্য সহিদুল ইসলাম শাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিমসহ আরও অনেকে। আলোচনা সভার সার্বিক সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ব্যাট হাতে নিয়ে এবং বল হাতে পুলিশ সুপার জাহিদুল ইসলাম খেলার আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ব্যাট হাতে খেলার উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠাতিকতায় অংশগ্রহন করেন। উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গা ভেনাস স্পোর্টিং ক্লাব ও দর্শনা কেরুজ বয়েজ ক্লাব প্রতিদ্বন্দিতায় অংশগ্রহন করে।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














